শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায়

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) নিজ জেলা কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। সকালে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়।

এর আগে শিল্পীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের আগে সকাল ৯টায় তেজকুনি পাড়া মসজিদে ফরিদা পারভীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হলে সেখানে আরেকটি জানাজা হয়।

শিল্পীর স্বামী, প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে জানান, শ্রদ্ধা নিবেদন ও জানাজার সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে এবং পৌর কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভীন মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সংগীতজীবন শুরু করেন। দীর্ঘ ৫৫ বছরের গানে গানে তিনি বাঙালির হৃদয়ে স্থান করে নেন। লালন সাঁইয়ের গানের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে তার ভূমিকা অনন্য।

‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো কালজয়ী লালনগান তার কণ্ঠে নতুন জীবন পেয়েছে। শ্রোতাদের অগাধ ভালোবাসা পেয়েছিলেন তিনি, আর সেই ভালোবাসাই তাকে এনে দিয়েছিল ‘লালনকন্যা’ উপাধি।


এ জাতীয় আরো খবর...