মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

ফিলিস্তিন দখলে গাজায় বেড়েছে ইসরায়েলী হানা, কোথাও নিরাপদ আশ্রয় নেই

রেজওয়ান করিম / ৩৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

গাজা সিটিতে প্রবল হামলা ও স্থল অভিযানের মধ্যে নতুন করে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সেনারা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে নগরীতে গভীরভাবে অগ্রসর হতে শুরু করলে হাজারো ফিলিস্তিনি নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।—খবর বিবিসি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টানা বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল অভিযানের কারণে গাজা সিটির ভেতরে প্রবেশ ও বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বহু মানুষ শিশু ও বৃদ্ধদের নিয়ে অস্থায়ী আশ্রয়ের খোঁজে রওনা হলেও, পরিবহন সংকট ও রাস্তাঘাট ধ্বংস হওয়ায় যাত্রা আরও কষ্টকর হয়ে উঠেছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ মুহূর্তে গাজায় খাদ্য, পানি ও ওষুধের মারাত্মক সংকট চলছে। হাসপাতালগুলোতে আহত রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। গাজা সিটির স্কুল, খেলার মাঠ ও মসজিদগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হলেও, সেখানেও পর্যাপ্ত জায়গা ও নিরাপত্তা নেই।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। আন্তর্জাতিক মহল ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি নেতৃত্ব বলছে, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।

এদিকে ফিলিস্তিনপন্থী সংগঠন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, এ ধরণের পরিস্থিতি কেবল মানবিক বিপর্যয়কেই তীব্রতর করছে এবং সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


এ জাতীয় আরো খবর...