সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সিইসি এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ইসি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে চিঠি দেয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব।’

আজ (বুধবার, ৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ‘নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যেন কারও কোনো প্রশ্ন না থাকে, সে ব্যবস্থাই করা হবে।’

তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে কমিশন এক মাস সময় হাতে রাখছে। এছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সিইসি নাসির উদ্দিন।

সিইসি বলেন, ‘২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা সম্পন্ন করতে চায় ইসি। ১০ আগস্ট পর্যন্ত দাবি আপত্তির সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে শুনানির মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে।’


এ জাতীয় আরো খবর...