রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

বগুড়ায় দুদকের গণশুনানিতে ভুয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
বগুড়ায় দুদকের গণশুনানিতে ভুয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালকসহ আটক ২

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর গণশুনানিতে সরাসরি অভিযোগের ভিত্তিতে ‘প্রফেশনাল ইউনিভার্সিটি’ নামে একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বগুড়ার টিটু মিলনায়তনে এই ঘটনা ঘটে।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের উপস্থিতিতে চলা গণশুনানিতে এক যুবক ওই ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। অভিযোগটি শোনার পরই দুদক চেয়ারম্যান দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এরপর বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার উপস্থিতিতে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিচালক সোহেল মন্ডল এবং তার সহযোগী রাসেলকে আটক করেন। তারা দু’জনই বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা।

বগুড়া সদর থানার ওসি জানান, দুদকের চেয়ারম্যানের নির্দেশে এবং জেলা পুলিশ সুপারের অনুমতি সাপেক্ষে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই গণশুনানিতে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৯৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৫৭টি অভিযোগের বিষয়ে সরাসরি সিদ্ধান্ত দেন দুদক চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে দুদকের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার দৃষ্টান্ত স্থাপিত হয়।


এ জাতীয় আরো খবর...