শিরোনামঃ
কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

বন্যায় তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সারাদেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা তিনটি শিক্ষাবোর্ডের অধীনে স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো—কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার পর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বোর্ড থেকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তারা জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা স্থগিত
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, “সারাদেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
তবে, পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ বা নতুন তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর নিশ্চিত করেছেন যে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম) এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারণে ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নতুন সময়সূচি পরে জানানো হবে।” তবে, অন্যান্য দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

শিক্ষার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।


এ জাতীয় আরো খবর...