মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

বরাদ্দ বাড়ল সামাজিক নিরাপত্তা খাতে

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগও বন্ধ করা হয়েছে। অল্প কিছু সংশোধনীসহ সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রোববার (২২ জুন) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন হয়। পরে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেটের তিনটি জায়গায় পরিবর্ত করে বাজেট পাস করা হয়েছে। এরমধ্যে প্রস্তাবিত সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয় ৮১ হাজার ৭০০ কোটি টাকা। সেটি বাড়িয়ে ৯১ হাজার সাতশ কোটি টাকা করে বাজেট পাস করা হয়েছে। এতে এই খাতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।

উপদেষ্টা জানান, এছাড়া আমরা জিডিপির প্রবৃদ্ধি লক্ষমাত্রা ৫ দশমিক ৫০ শতাংশ ধরেছি। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা সাদা করার ‍সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।


এ জাতীয় আরো খবর...