যেসব জিনিস নিয়ে বের হওয়া উচিত-
ছাতা বা রেইনকোট
বর্ষাকাল বা বৃষ্টির দিনে ছাতা বা রেইনকোট অবশ্যই সঙ্গে নিয়ে বের হতে হবে। এতে বৃষ্টি হলেও নিজের পছন্দের জায়গায় ঘুরতে পারা যাবে।
ওয়াটার প্রুফ ব্যাগ
বৃষ্টিতে কোথাও ঘুরতে গেলে সবার সঙ্গে ওয়াটার প্রুফ ব্যাগ নেয়া অত্যন্ত জরুরি। কারণ এর মধ্যে জামাকাপড়, মোবাইল, ক্যামেরা বা ল্যাপটপের মতো জিনিস বৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব।
বিশুদ্ধ পানি
বৃষ্টির সময় বা বর্ষাকালে সবজায়গায় বিশুদ্ধ পানি পাওয়াও যায় না। তবে এসময় পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। এ পানিবাহিত রোগ থেকে বাঁচতে বাইরের বা খোলা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। সেজন্য বিশুদ্ধ পানি বহন করতে হবে। কিন্তু বর্ষায় কোথাও ঘুরতে গেলে বেশি পরিমাণ পানি বহন করা সম্ভব হয় না। সেজন্য বোতলজাত মিনারেল পানি কিনে পান করা যেতে পারে।
প্রয়োজনীয় ওষুধ
বর্ষায় পানিবাহিত রোগের পাশাপাশি নানা ধরনের রোগ দেখা যায়। এসব রোগ থেকে দ্রুত মুক্তি পেতে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে। বিশেষ করে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি বা ব্যথার ওষুধ সঙ্গে রাখতে হবে।
বর্ষাকালের উপযোগী পোশাক
যে পোশাক বাসাতে দ্রুত শুকিয়ে যায় বৃষ্টির দিনে এমন পোশাক ব্যবহার করা উচিত। কারণ সুতির মতো ভারি সুতার কাপড় শুকাতে দেরি হয়ে যায়। সেজন্য এসময় সিল্ক, জর্জেট, লিনেন, ভিসকস, হাফসিল্ক বা শিফনের পোশাক ব্যবহার করা যেতে পারে। অবশ্য পোশাকের ক্ষেত্রে বর্ষাকালে রঙকে প্রাধান্য দিতে হবে। বিশেষ করে হালকা রঙের বদলে গাঢ় রঙ ব্যবহার করলে ভেজা ভাব সহজে বোঝা যাবে না।
কীটপতঙ্গ থেকে বাঁচার জিনিস
বর্ষাকালে ভ্রমণে গেলে সবচেয়ে বেশি উৎপাত করে মশা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে প্রচুর মশা ঘিরে ধরে। সেক্ষেত্রে মশা থেকে বাঁচতে অডোমস লোশন বা স্প্রে রাখতে রাখতে হবে। এছাড়া মশা তাড়ানোর জন্য বিভিন্ন সুগন্ধিও পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করা যেতে পারে। মশা ছাড়াও বর্ষার পানি জোঁক বেড়ে যায়, জোঁক থেকে বাঁচতে সঙ্গে লবণ রাখতে হবে।
ভ্যাপসা গন্ধ থেকে বাঁচার জন্য
বর্ষার সময় আশেপাশে সব স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যায়। সেজন্য একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। সে গন্ধ তেকে বাঁচতে সিলিকা জেল ব্যবহার করা যেতে পারে। এতে ভ্যাপসা গন্ধ থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া কোনো কারণে মোবাইল ফোন পানিতে ভিজলে তা সিলিকা জেলের সঙ্গে রাখলে সমস্যার সমাধান হবে। একারণে বছরের এ সময় বা বৃষ্টির দিনে সঙ্গে সিলিকা জেল রাখতে হবে।
ওয়াটারপ্রুফ জুতা
কোথাও ঘুরতে গেলে যদি বর্ষায় বৃষ্টির পানিতে জুতা ভিজে যায় তবে পুরো আনন্দই মাটি হয়ে যায় অস্বস্তিতে। সেজন্য জুতা ভিজে যাওয়ার হাত থেকে বাঁচতে ওয়াটারপ্রুফ জুতা সঙ্গে রাখতে হবে। এর ফলে টানা বৃষ্টিতেও জুতা বা পা না ভিজিয়ে হাঁটা যাবে। ফলে ভ্রমণ উপভোগ করা যাবে।
পলিথিন
ওয়াটার প্রুফ ব্যাগ ছাড়া বের হলে আর এসময় বৃষ্টি হলে ফোন কিংবা ক্যামেরা ভিজে যেতে পারে। সেজন্য ব্যাগ নিয়ে বের না হলেও সবসময় ছোট আকারের পলিথিন সঙ্গে নিয়ে চলতে হবে। আবার নরমাল ব্যাকপ্যাক নিয়ে বের হলে তা ভেজার হাত থেকে রক্ষা করতে বড় আকারে পলিথিন নিয়ে তা দিয়ে ব্যাকপ্যাক ঢেকে রাখা যাবে। এছাড়া ভেজা কাপড় আলাদা করে নেয়ার জন্য পলিথিনের প্রয়োজন হয়। সেজন্য বৃষ্টির দিনে বা বর্ষাকালে কোথাও গেরে পলিথিন সঙ্গে নিয়ে বের হতে হবে।