শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক / ৯৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেহরান থেকে ১০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা মোট ১০০ বাংলাদেশির তালিকা প্রস্তুত করে দ্রুততার সঙ্গে তাদের ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কথা হয়েছে। দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবার নিরাপদ স্থানে চলে গেছেন। তারা ভালো আছেন। এখন পর্যন্ত আমাদের কোনো কর্মকর্তা সেখানে হতাহত হননি। প্রবাসী কর্মকর্তা যারা তেহরানে ছিলেন, তারাও নিরাপদ স্থানে চলে গেছেন। দূতাবাসের পক্ষ থেকে তাদের সহায়তা করা হচ্ছে। দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত আনার চেষ্টা চলছে। সেই প্রক্রিয়ার অংশ তুরস্ক হতে পারে, পাকিস্তানও হতে পারে। যেখানে সব দিক থেকে সুবিধা হবে, সেখান থেকেই ব্যবস্থা (ফেরানোর) আমরা করব।’

ইরানে অর্থ পাঠানোর জটিলতা নিয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘ইরানে টাকা পাঠাতে জটিলতা আছে। আমাদের দূতাবাসে কিছু টাকা আছে, আর আমাদের একজন অফিসার ইরান যাচ্ছেন। তাঁর মাধ্যমেও টাকা পাঠানো হবে। কিছু বন্ধুপ্রতিম দেশের কাছ থেকেও সহায়তা নেব।’

সর্বশেষ পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম বলেন, ১০০ জনের মতো একটি তালিকা হালনাগাদ হচ্ছে। তাদের কীভাবে কোন পথে ফেরানো যায়, তার প্রক্রিয়া শুরু হয়েছে। যখন একটি নিরাপদ দেশে নেওয়া হবে, তখন সেখান থেকে বিমানযোগে ফেরানো হবে।


এ জাতীয় আরো খবর...