শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

বাগেরহাটে মহাসড়কে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক / ২১ বার
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জ্বল মহন্ত (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাত কিলো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মোল্লাহাট উপজেলার চাউলটুরি গ্রামের মনোরঞ্জনের ছেলে উজ্জ্বল মহন্ত মোটরসাইকেল চালিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। তিনি মোটরসাইকেল না থামালে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে উজ্জ্বল মহন্ত গুলিবিদ্ধ হন এবং তার স্ত্রীও আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উজ্জ্বল মহন্ত চিকিৎসাধীন রয়েছেন। গুলির খবর পেয়ে মোল্লাহাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, ঘটনার সময় পূজার ডিউটিতে কাছের এক মন্দিরে অবস্থান করছিলাম। মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।


এ জাতীয় আরো খবর...