শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

বায়ার্নের বিপক্ষে লড়াই করে হারল ব্রাজিলের ফ্লামেঙ্গো

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপে এবার শুরু থেকেই আলো কেড়ে নিয়েছে ব্রাজিলের দলগুলো। নকআউট পর্বে এসেও সেটা ধরে রেখেছে তারা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফ্লামেঙ্গো হেরেছে বটে, কিন্তু লড়াই করেছে শেষ পর্যন্ত। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার বায়ার্ন মিউনিখের কাছে ৪-২ গোলে হেরেছে দলটা।

ব্রাজিলের ‘দাপট’ বলতেই হচ্ছে। কারণ বলের দখল থেকে শট, সব কিছুতেই ফ্লামেঙ্গোরই দাপট ছিল সবচেয়ে বেশি। যদিও শুরু থেকেই বায়ার্ন জোরালো আক্রমণ চালায় এবং প্রথম ১০ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে পুলগার নিজেদের জালে বল ঢুকিয়ে ফ্লামেঙ্গোকে বিপাকে ফেলে দেন। তিন মিনিট পর কেইন নিচু শটে গোল করে ব্যবধান বাড়ান।

তবে ফ্লামেঙ্গো হার মানেনি। ২০ মিনিটের মধ্যেই লুইজ আরাউজোর শট ঠেকান বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়্যার।

কুলিং ব্রেকের পর গেরসন দুর্দান্ত শটে ফ্লামেঙ্গোর হয়ে একটি গোল শোধ করেন। গেরসনের শটে বল বার ঘেঁষে জালে ঢুকে গ্যালারিতে উল্লাসের জোয়ার আসে। তবে বিরতির আগেই গোরেতস্কা দূর থেকে জোরালো শটে গোল করে বায়ার্নের ব্যবধান আবারও বাড়িয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ফ্লামেঙ্গো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে জর্জিনহো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন। তখন ম্যাচ জমে ওঠে। ফ্লামেঙ্গো দ্রুত আক্রমণ চালিয়ে সমতা ফেরানোর চেষ্টা করছিল।

কিন্তু ৭৩ মিনিটে কেইন আবারও নিচু শটে গোল করে ফ্লামেঙ্গোর সব আশা শেষ করে দেন। ম্যাচের পর কেইন বলেন, এটা কঠিন ম্যাচ ছিল। গরমের মধ্যে ভালো দল নিয়ে খেলতে হয়েছে। বড় সময় আমরা ভালো খেলেছি। কিন্তু ওরা বারবার ফিরে আসার চেষ্টা করেছে। চতুর্থ গোলটা খুব দরকার ছিল, সেটাই আমাদের স্বস্তি এনে দেয়।

এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে।


এ জাতীয় আরো খবর...