ওয়েলসে একটি বিয়ের অনুষ্ঠানে চার বছর আগে একজন অপরিচিত ব্যক্তিকে দেখে অবাক হয়েছিলেন এক দম্পতি। এতদিন ধরে সেই রহস্যের কোনো সমাধান না হওয়ায় তারা চিন্তিত ছিলেন। কিন্তু সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সেই রহস্যের সমাধান হয়েছে।
জানা যায়, ওই ব্যক্তিটির নাম অ্যান্ড্রু হিলহাউস। তিনি আসলে ভুল করে অন্য একটি বিয়ের অনুষ্ঠানে চলে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া, যা ছিল দুই মাইল দূরে অন্য একটি হোটেলে। তাড়াহুড়োর কারণে ভুল ঠিকানায় এসে তিনি যখন বিয়ের অনুষ্ঠানে যোগ দেন, তখন তিনি বুঝতে পারেননি যে তিনি ভুল জায়গায় এসেছেন।
অনুষ্ঠানে যখন নববধূ হেঁটে এলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল জায়গায় এসেছেন। কিন্তু ততক্ষণে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল এবং মাঝপথ থেকে উঠে যাওয়া সম্ভব ছিল না। তাই তিনি অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অস্বস্তি নিয়ে বসে থাকেন। অনুষ্ঠান শেষে ছবি তোলার সময় তিনি দলগত ছবিতেও অংশগ্রহণ করেন, এবং এরপর সেখান থেকে দ্রুত চলে যান।
এই ঘটনাটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়, তখন অ্যান্ড্রু হিলহাউস নিজেই তার ভুল স্বীকার করে পোস্ট দেন এবং পুরো ঘটনাটি ব্যাখ্যা করেন। এতে চার বছরের রহস্যের সমাধান হয় এবং কৌতূহলী দম্পতি তার সঙ্গে ফেসবুক ফ্রেন্ডও হন।