শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: দুলু

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রামের মানুষের রায় এক নয়।

সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হলেই সবাই দেখতে পাবে-দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান সরদার।

দুলু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জেল-জুলুম, গুম ও হত্যা-সন্ত্রাসের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভোলেনি। বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় আসবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নির্যাতিত, গুম-হত্যার শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি বা সন্ত্রাস করলে কিংবা ফ্যাসিস্টদের আশ্রয় দিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

দুলু বলেন, বিএনপি নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। নির্বাচন বেশি দূরে নয়। প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির কথা পৌঁছে দিতে হবে, ধানের শীষে ভোট চাইতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও আব্দুল হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

এর আগে দুপুরে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে চারতলা ভীতের ওপর নির্মিতব্য একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ জাতীয় আরো খবর...