শিরোনামঃ
গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

বুন্দেসলিগার মৌসুম শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটি— ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হয়েছে আরও আগেই। বাকি ছিল শুধু জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরিআ। আজ শুক্রবার (২২ আগস্ট) পর্দা উঠবে বুন্দেসলিগার। নতুন এ মৌসুমের শুরু হবে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আরবি লাইপজিগকে আতিথ্য দেবে বাভারিয়ানরা। গেল সপ্তাহে জার্মান সুপারকাপ ও সবশেষ মৌসুমে লিগ শিরোপা জেতায় মূলত আত্মবিশ্বাসে ভরপুর ভিনসেন্ট কোম্পানির দল।

অপরদিকে, নতুন উদ্যমে এই মৌসুমের যাত্রা করতে চায় লাইপজিগ। গত মৌসুমে ৭ নম্বরে থেকে লিগ শেষ করেছিল তারা, যা ছিল প্রায় এক দশকের মধ্যে তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। নতুন কোচ ওলে ভার্নারের অধীনে দলে কিছু পরিবর্তন এসেছে। বেঞ্জামিন শেশকোর মতো তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন এবং নেদারল্যান্ডসের ফরোয়ার্ড জাভি সিমন্সের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

বায়ার্নের অধিনায়ক হ্যারি কেইন ফিট এবং আক্রমণভাগের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর রাইট ব্যাক কনরাড লাইমারও খেলতে পারেন তার সাবেক ক্লাবের বিপক্ষে। তবে এই ম্যাচে বায়ার্ন পাচ্ছে না তরুণ মিডফিল্ডার টম বিশফকে, সম্প্রতি যার অ্যাপেন্ডিসাইটিস সার্জারি হয়েছে।

অন্যদিকে লাইপজিগ তুলনামূলকভাবে স্থিতিশীল স্কোয়াড নিয়ে নামছে, তবে প্রতিপক্ষের মতো গভীরতা ও প্রমাণিত তারকা শক্তি তাদের নেই। পরিসংখ্যানের দিক থেকে বায়ার্নই এই ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে তারা।

উল্লেখ্য, গত ১৩ মৌসুমের রেকর্ড ঘাটলে দেখা যায় লিগ আসরের প্রথম ম্যাচে কখনো হারেনি বায়ার্ন। তবে লাইপজিগ চমক দেখাতে সক্ষম। গত মৌসুমে সুপারকাপে তারা বায়ার্নকে হারিয়েছিল এবং তাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগাতে পারে। এখন দেখার বিষয় মিউনিখে সিজনের উদ্বোধনী ম্যাচ কতটা চমক নিয়ে আসে ফুটবল ভক্ত-সমর্থকদের কাছে।


এ জাতীয় আরো খবর...