রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন হলের দেয়ালে জয়বাংলা, শেখ হাসিনা ফিরবেসহ বিভিন্ন ধরনের দেয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গেলো রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামন থেকে মিছিল বের করা হয়। পরে শহীদ মুখতার এলাহী হলের প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা।
এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীর রাতে ক্যাম্পাসের দেয়াল লিখন লিখেছে ছাত্রলীগ। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।
অভিযোগ করা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে গেলেও প্রশাসন কিছুই করতে পারবে না। ক্যাম্পাসের সব সিসি ক্যামেরা সকালের মধ্যে চালুর দাবি জানান ছাত্ররা। পাশাপাশি ফ্যাসিবাদের পক্ষে যারা লিখেছে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়।