রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

ব্রাজিল কোচ আনচেলত্তির ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৭১ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

স্পেন ছেড়ে যাওয়ার পর পুরোনো এক মামলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কর ফাঁকির দায়ে ইতালিয়ান এই কিংবদন্তি কোচকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের এক আদালত। তার বিরুদ্ধে এই কর ফাঁকির অভিযোগ ২০১৪ সালের, যখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয়ের ওপর কর ফাঁকি দেন বলে অভিযোগ আনে স্পেনের কর কার্যালয়।

গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, তিনি শুধু ক্লাবের দেয়া বেতনের কথা জানিয়েছিলেন এবং ট্যাক্স রিটার্নে তার ইমেজ-স্বত্ব থেকে আয় বাদ দিয়েছিলেন।

ক্যারিয়ারে দারুণ সফল এই ইতালিয়ান কোচ অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিচারকার্জের প্রথম দিনে সাক্ষ্য দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তিনি আদালতকে জানান যে, ক্লাবের পরামর্শে রিয়াল মাদ্রিদে যোগদানের সময় একটি ফার্ম স্থাপন করা হয়েছিল, যাতে তিনি তার ছয় মিলিয়ন ইউরোর বার্ষিক বেতনের ১৫ শতাংশ ইমেজ রাইটস হিসেবে সংগ্রহ করতে পারেন। এবং তিনি কখনো বুঝতে পারেননি এর ফলে তিনি কম কর দিতে পারবেন।


এ জাতীয় আরো খবর...