রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক / ৫৬ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
accident

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী দুইটি মোটরসাইকেল যাচ্ছিলো। পথে রামপুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা অন্য মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।


এ জাতীয় আরো খবর...