শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ভরা মৌসুমেও ইলিশের কেজি ২ হাজারের উপর

নিজস্ব প্রতিবেদক / ৪২ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
hilsa-ইলিশ

রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবু দাম সেই অর্থে কমছে না। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম ছিল আকাশচুম্বী। এখন কিছুটা কমেছে, তবে সেটিও অনেক বেশি। ভরা মৌসুমেও তাই ইলিশের ঘ্রান নিতে পারছে না মধ্যবিত্ত।

বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজিপ্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ২ হাজার টাকার বেশি। আবার খুচরা বাজারের তুলনায় সুপারশপগুলোতে ইলিশের দাম আরও বেশি রাখা হচ্ছে। রোববার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি বাজার ও সুপারশপ ঘুরে এ চিত্র দেখা গেছে।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের অড়তে ভোর থেকে ইলিশ মাছ পাইকারিতে বিক্রি হয়। ওই বাজারে খুচরায়ও ইলিশ বিক্রি হয়। পাইকারিতে কিনে ১০০ থেকে ২০০ টাকা লাভে বিক্রি করতে দেখা যায় খুচরা বিক্রেতাদের। পাইকারিতে ১৯০০ টাকা প্রতি কেজিতে কেনা ইলিশ ২১০০ বা ২২০০ টাকায় বিক্রি করছেন তারা। ওজন এক কেজির চেয়ে কিছুটা বেশি এমন ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২৪০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০ গ্রামের ইলিশ ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ গ্রামের ছোট সাইজের ইলিশ ১২০০-১৩০০ টাকা বিক্রি হচ্ছে।

সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২৩৯০ টাকা, ১ কেজি-১১৯৯ গ্রামের প্রতিটি ইলিশের দাম ২৭৯০ টাকা।


এ জাতীয় আরো খবর...