ভারতীয় নার্স নিমিশা প্রিয়া
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
বুধবার, অর্থাৎ আজই তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে ইয়েমেনের হুতি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ভারত। তবে, তাকে ভারতে ফেরত পাঠানো কিংবা মুক্তি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
বর্তমানে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে সাজা ভোগ করছেন ওই ভারতীয় নার্স। ব্যবসায়িক সহযোগী ও ইয়েমেনের নাগরিক তালাল আব্দো মাহাদিকে হত্যার দায়ে ২০২০ সালে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড দেয়া হয়।