মহারাষ্ট্রের নাসিকে একটি চিতাবাঘের মুখোমুখি হয়ে তাকে পরাজিত করেছে এক বেওয়ারিশ কুকুর। শুধু তাই নয়, চিতাবাঘটিকে প্রায় ৩০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় কুকুরটি। ঘটনাটি নাসিকের নিফাদ এলাকার এবং এই লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, এই সপ্তাহের শুরুতে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল। সে সময় কুকুরটি আগ্রাসীভাবে পাল্টা আক্রমণ করে এবং চিতাবাঘটিকে কামড়ে ধরে অনেকটা দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায়। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসকল তথ্য পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরের আকস্মিক আক্রমণে টিকতে না পেরে চিতাবাঘটি শেষ পর্যন্ত নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়। আক্রমণকারী কুকুরটি এই তীব্র লড়াইয়ের পরও বেঁচে গিয়েছে। ঘটনায় কোনো বাসিন্দা আহত হননি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত হওয়ার পর চিতাবাঘটি কাছের খেতের মধ্যে পালিয়ে গেছে। বন কর্মকর্তারা এখনও নিশ্চিত করতে পারেননি যে প্রাণীটির চিকিৎসার প্রয়োজন আছে কিনা, তবে তারা জানিয়েছেন যে এলাকার গ্রামবাসী এবং গৃহপালিত পশুরা নিরাপদ রয়েছে।
নাসিকের এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সারা দেশে বেওয়ারিশ কুকুর নিয়ে বিতর্ক চলছে এবং বিষয়টি শুক্রবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ দিল্লি-এনসিআর এলাকা থেকে টিকাপ্রাপ্ত বেওয়ারিশ কুকুর পাউন্ড থেকে ছাড়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ পরিবর্তন করেছে। আদালত এই নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত কঠোর’ বলে অভিহিত করেছে।