সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

ভোররাতে হঠাৎ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক / ১৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে হুতি যোদ্ধারা। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় একটি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়েছে।

আরব নিউজের তথ্য অনুযায়ী, এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসও নিশ্চিত করেছে, হতাহত নেই। হুমকি কেটে যাওয়ার পর হোম ফ্রন্ট কমান্ড আশ্রয় নেওয়া অঞ্চলগুলোতে জনসাধারণকে বাইরে আসার অনুমতি দিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তারা ইসরায়েলের তিনটি শহর—তেল আবিব, আশকেলন ও হাইফার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তিনটি ড্রোন পাঠিয়েছে।

ঘোষণার কিছু সময়ের মধ্যেই গাজার কাছের নেটজারিম এলাকা এবং মিশর সীমান্তে সাইরেন বেজে ওঠে। পরে ইসরায়েল জানায়, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি তেল আবিব।


এ জাতীয় আরো খবর...