শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

ভোলায় চীনের অর্থনৈতিক অঞ্চল অনুমোদন

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দেশের দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন অধ্যায় সূচনার পথে ভোলা জেলা। অন্তর্বর্তী সরকার ভোলায় চীনের ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ অনুমোদন দিয়েছে। এটির উন্নয়ন কাজ করবে চীনা প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

নতুন এ অর্থনৈতিক অঞ্চলে মূলত মৎস্য ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষি-শিল্পভিত্তিক কারখানা স্থাপিত হবে। পর্যায়ক্রমে এখানে প্রায় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, যা লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

কেন ভোলায় অর্থনৈতিক অঞ্চল?

ভোলার অন্যতম বড় সুবিধা হচ্ছে গ্যাসের মজুত। শিল্পখাতের দীর্ঘদিনের সংকট গ্যাস-সংকট হলেও ভোলায় সেই সমস্যা নেই। পাশাপাশি কৃষি ও মৎস্য সম্পদের প্রাচুর্য থাকায় এই অঞ্চলকে বিনিয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে।

 বিনিয়োগ ও সম্ভাবনা

  • বিনিয়োগের পরিমাণ: প্রায় ১ বিলিয়ন ডলার

  • জমির পরিমাণ: ১০২.৪৬ একর (পর্যায়ক্রমে ১৫৮ একর পর্যন্ত সম্প্রসারণ)

  • শিল্পখাত: মৎস্য, মাংস, দুগ্ধজাত পণ্য ও কৃষি-শিল্প

  • কর্মসংস্থান: সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১ লাখ মানুষ

বেজা ও লিজ ফ্যাশনের বক্তব্য

বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম জানান, ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসাবে শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে।

অন্যদিকে, লিজ ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ঝুয়াং লাইফেং বলেন, তারা একটি পরিবেশবান্ধব ও সার্কুলার ইকোনমিক জোন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ভোলার গ্যাস ও কৃষিসম্পদ ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো হবে।

বেজা বিশ্বাস করে, ভোলা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চল শুধু কর্মসংস্থান ও শিল্পায়নে এগিয়ে যাবে না, বরং বাংলাদেশ টেকসই শিল্পোন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির নতুন সুযোগ পাবে।


এ জাতীয় আরো খবর...