শিরোনামঃ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ভিডিও) ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় “ঈশান ২” ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সারাদেশের প্রকৌশলীদের ‘কুলাঙ্গার বলে কটাক্ষ’ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার (২০ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল থেকে এমন দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের কুলাঙ্গার বলা হয়েছে। তারা ইঞ্জিনিয়ার না হয়েও নিজেদের ইঞ্জিনিয়ার বলে দাবি করে। শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা নিজেদের প্রকৌশলী দাবি করতে পারেন। অন্য কারো জন্য এটা প্রযোজ্য হবে না।’

কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।

এ সময় তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সাত দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলেও দাবি করেন। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে মেধা বিরোধী কোটার দাবি তুলছে। প্রকৌশলখাতে যোগ্যতা বিহীনদের কোনো অপচেষ্টা মেনে নেয়া হবেনা। ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে তাই দেশে কোন কোটা প্রথা থাকবে না।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারে না। এখানে ডিপ্লোমা কোটা সৃষ্টি করে রাখা হয়েছে। তারা অবৈধভাবে প্রমোশনের মাধ্যমে আমাদের নিয়োগ সংকুচিত করে রেখেছে।’

এসময় ডিপ্লোমা আন্দোলনের বিরুদ্ধে মেধা ভিত্তিক অবস্থানে থাকতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।


এ জাতীয় আরো খবর...