শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

মাংস নয়, এবার কাঁঠালের বীজ দিয়ে তৈরি করুন মজাদার কোরমা

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

মৌসুমি ফলের সমারোহে বাজার সয়লাব। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে আম, জাম, কাঁঠাল। আর কাঁঠালের নাম নিলেই যেন কাঁঠালের সুমিষ্ট গ্রাণ উঁকি দেয়। এ কারণে আমাদের জাতীয় ফলের নাম হয়েছে কাঁঠাল। আর এই কাঁঠালের কোরমা নামটা ভোজনরসিকদের কাছেও খুবই জনপ্রিয়।

আমরা গরুর মাংসের কোরমা খেয়েছি, মুরগির মাংসের কোরমা খেয়েছি; আবার মাছের কোরমার সঙ্গেও পরিচিতি আছে। কিন্তু কখনো কি কাঁঠালের বীজের কোরমার কথা শুনেছেন? হয়তো অনেকেই কাঁঠালের কোরমার নামই শোনেননি। আবার অনেকেই খেয়েছেন, তাই নাম শুনেই মনের মাঝে কাঁঠালের কোরমা খাওয়ার বাসনা জেগেছে বৈকি।

আর কাঁঠাল শুধু সুস্বাদুই নয়, এর বীজও অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। অনেকেই কাঁঠালের বীজ ফেলে দেন। কিন্তু এই ছোট্ট বীজের মধ্যেই লুকিয়ে আছে বহু স্বাস্থ্যগুণ। তাই এই কাঁঠালের মৌসুমে বানিয়ে নিতে পারেন কাঁঠালের বীজের কোরমা।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে কাঁঠালের বীজের কোরমা তৈরি করবেন—

উপকরণ: কাঁঠালের বীজ ১ কাপ, পেঁয়াজ পাতলা করে কাটা ২টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি ১টি, কাঁচামরিচ ফালি করা ২টি, নারিকেলের দুধ আধাকাপ, দই ২ টেবিল চামচ, তেজপাতা ১টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো, লবঙ্গ ২টি, তেল ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনেয়া গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে কাঁঠালের বীজ সিদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক কেটে রাখুন। এরপর একটি প্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। কিছুক্ষণ পর এতে পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি লাল হয়ে এলে তাতে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে নাড়ুন। এবার কষানোর সময় যেন মসলা কড়াইয়ে না লেগে না যায়, সেভাবে নাড়ুন।

এরপর মসলার তেল উঠতে শুরু করলে টমেটো ও কাঁচামরিচ দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে এতে এবার হলুদ, মরিচ, ধনেয়া ও জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষান। মসলা কষানোর সময় দুই চামচ দই একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটে নিন। মসলা কষানো হয়ে গেলে ফেটানো দইটা ঢেলে দিন এবং নাড়তে থাকুন যাতে দই না কাটে।

এ পর্যায়ে সিদ্ধ কাঁঠালের বীজগুলো কষানো মসলাতে দিয়ে দিন। এবার ৫ থেকে ৭ মিনিট বীজগুলো নেড়েচেড়ে রান্না করতে থাকুন। কষাতে থাকলে কাঁঠালের বীজগুলোর ভেতরে ভালোমতো মসলা ঢুকবে। কষানো হয়ে গেলে এবার এতে নারিকেলের দুধ দিয়ে দিন। বাসায় নারিকেলের দুধ না থাকলে ফুটিয়ে রাখা গরুর দুধও দিতে পারেন।

এরপর পরিমাণমতো লবণ ও চিনি দিন । কোরমা বেশি মিষ্টি করতে না চাইলে চিনি বাদ দিতেও পারেন। সব কিছু ভালোমতো মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন, যেন কাঁঠালের বীজে পুরোপুরি মসলা ঢুকে যায় এবং ঝোলটাও একটু ঘন হয়।

ঢাকনা তুলে লবণ চেখে চুলা নিভিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজের কোরমা।


এ জাতীয় আরো খবর...