শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় চিকিৎসক দল

নিজস্ব প্রতিবেদক / ৫১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Burn Hospital

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় এগিয়ে এসেছে ভারত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দিল্লির দুটি শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধিদল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করে।

ভারতের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত এই দলটি বুধবার রাতে ঢাকায় পৌঁছায়। দুই প্রতিষ্ঠানই বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের অন্যতম সেরা হিসেবে পরিচিত।

বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার এই চিকিৎসক দল পাঠিয়েছে। চিকিৎসকদের এই দলটি বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে পরামর্শ দিচ্ছেন।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবেই এই মানবিক সহায়তা দেয়া হয়েছে।

এদিকে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত মোট ৪৫ জন এখানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে ৮ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন।


এ জাতীয় আরো খবর...