সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ২৬ জুলাই) রাতে দুর্ঘটনায় আহতদের দেখতে ও তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে উপস্থিত হন প্রধান উপদেষ্টা।

গত সোমবার (২১ জুলাই)মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর ফাইটার এফ-৭ বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে দেড়টার দিকে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি কলেজের চত্বরে আছড়ে পড়ে। ঘটনার সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। এদিকে বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া, ৯ জন সিবিআর ক্যাটাগরিতে রয়েছেন এবং বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি আছেন।


এ জাতীয় আরো খবর...