শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

মাঠে গাভির দুধ পান করল দুধরাজ সাপ, দেখল সবাই

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে কৃষি জমিতে একটি গাভির দুধ পান করল দুধরাজ সাপ। সোমবার দুপুরে রোয়াইল ইউনিয়নের দোদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কিছুটা দূরে দাঁড়িয়ে অনেকেই দেখল এ বিরল ঘটনা।

জানা গেছে, ওই এলাকার গৌরাঙ্গ দাসের গাভিটি কৃষি জমিতে ছেড়ে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে গাভিটি ঘাস খেয়ে ওই মাঠে ঘুমিয়ে পড়ে। এ সময় জঙ্গলের ভেতর থেকে একটি সাপ বের হয়ে ওই গাভিটির দুধ পান করতে থাকে। বিষয়টি পথচারী ও এলাকাবাসীর নজরে এলে তারা কৌতূহলের দৃষ্টিতে বিষয়টি অবলোকন করতে থাকেন দীর্ঘ সময় ধরে।

 

দুধরাজ সাপের গাভির দুধপানের দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন উৎসুক জনতা। এরপর বিষয়টি গাভির মালিক গৌরাঙ্গ চন্দ্র দাসকে অবহিত করা হয়। তিনি সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের সিংগাইর এলাকার কবিরাজ জয়ন্ত শীলের দ্বারস্থ হন। তিনি গাভির গলায় পরিয়ে দেওয়ার জন্য চামড়া ও লাল নীল সুতা পরে দেন। সেইসঙ্গে গোশালার ভেতরে মন্ত্র পড়া পানি ছিটিয়ে দেন ওই কবিরাজ জিতু শীল।

 

এ ব্যাপারে কবিরাজ জিতু সিং বলেন, এরূপ বহু গাভির সাপে দুধপান করা আমি বন্ধ করে দিয়েছি। আশা করি এই গাভির দুধ আর পান করবে না কোনো সাপ। সাপের দুধ পান বন্ধ করার জন্য যা যা করা দরকার তা আমি সবকিছুই করে দিয়েছি। এখন আর এ ব্যাপারে কোনো চিন্তাভাবনা নেই।

 

গাভির মালিক গৌরাঙ্গ শীল বলেন, আমি সরল বিশ্বাসে ঘাস খাওয়ানোর জন্য গাভিটি কৃষি মাঠে বেঁধে রেখে আসি। এদিকে দুধরাজ সাপ আমার গাভিটির দুধপান করেছে বিষয়টি খুবই দুশ্চিন্তার। তাই আমি দ্রুত ওই কবিরাজ জিতু শিলের কাছে যাই।


এ জাতীয় আরো খবর...