শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

মাঠে পড়েছিল সাইকেল-জুতা

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে ফাঁকা মাঠে ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা এক স্কুলছাত্রের মাথা থেতলানো লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার।

নিহত আবির হোসেন (৯) বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আবিরের স্বজনদের বরাতে ওসি গোলাম সারওয়ার বলেন, দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে বাইসাইকেল নিয়ে আবির বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকেও বাড়ি না ফেরায় স্বজনরা এলাকার আশেপাশে খোঁজ করে তার সন্ধান পায়নি।

পরে রাত ৮টার দিকে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন বনলতা মসলা মিলের খোলা মাঠে তার বাইসাইকেল ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তার পাশেই ঘাসের উপর পড়ে থাকতে দেখা যায় রক্ত।

“এরপর আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে মশলা মিলের পাশেই ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির রক্তাক্ত লাশ পাওয়া যায়।”

ওসি আরও বলেন, “ইট বা ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেতলে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় আবিরের বাবা মিলন হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করছেন। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে বলেও জানান, পুলিশের এ কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর...