শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ সরকারি পদ ও নির্বাচনে অংশে নিতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ আর সরকারি পদে নিয়োগ পাবেন না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারাও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা, প্রশাসনিক এবং সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

শফিকুল আলম বলেন, ‌‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

তিনি বলেন, ‘গতবছর পিপিপি এর কারণে ব্যাপক লুটপাট হয়েছে, যার ফলে সরকারকে ৬৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। মানুষের কল্যাণে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন নীতিমালা গ্রহণ করা হয়েছে। এ নীতিমালায় বেসরকারি উৎপাদকদের কাছ থেকে ২০ শতাংশ বিদ্যুৎ রাষ্ট্র ক্রয় করবে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে সৌরশক্তিতে ব্যাপক বিনিয়োগ সম্ভব হবে এবং জ্বালানির খরচ কমে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস পোড়ানো হয়, নতুন নীতিমালার ফলে সেই ব্যবহারও কমে আসবে।’

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।


এ জাতীয় আরো খবর...