শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

মানিক মিয়া এভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে একটি গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে ১০ জন দগ্ধ হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭) রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ১০ জন দগ্ধ রোগী বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান চলছে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুসারে, গ্যাস বেলুনে কোনো কারণে আচমকা আগুন ধরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বিস্ফোরণের কারণ এখনও নির্ণয় করা যায়নি, তবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের সময় একটি গ্যাস বেলুন থেকে আগুন লেগে আশপাশের ব্যক্তিরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন।

পুলিশ ঘটনার স্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে। পুলিশের কর্মকর্তা জানান, সকল সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।


এ জাতীয় আরো খবর...