সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক / ৮৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সারজিস আলম

মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সন্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। আমরা বিশ্বাস করতে চাই, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না।’

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।’

এ সময় তিনি সাম্প্রতিক প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ। সাবেক মার্কির রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিংয়ের ‘মিথ্যা সংবাদ’ প্রচারে চ্যানেল ওয়ানের গিয়াসউদ্দিন আল মামুনকে দোষারোপ করেন সারজিস।

 

আরো পড়ুন:

সারজিস আলমের বিরুদ্ধে মামলা


এ জাতীয় আরো খবর...