শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

মামুনের মাথার খুলিতে লেখা ‘হাড় নেই’ চাপ দিবেন না, ৪ দিনেও জ্ঞান ফেরেনি সায়েমের

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া বর্তমানে কিছুটা সেরে উঠছেন। মাথায় অস্ত্রোপচারের পর তার খুলির অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। ব্যান্ডেজে স্পষ্ট করে লেখা আছে “হাড় নেই, চাপ দেবেন না।” চার দিন লাইফ সাপোর্টে থাকার পর তাকে আইসিইউতে এবং পরে কেবিনে স্থানান্তর করা হয়।

অন্যদিকে একই ঘটনায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ মাহমুদ সায়েম চার দিন পার হলেও এখনও জ্ঞান ফিরে পাননি। নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপক জিয়া উদ্দিন জানান, মামুনের জ্ঞান ফিরতে শুরু করেছে এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছেন। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় খুলিটি বসানো হবে।

তবে সায়েমের পরিস্থিতি এখনও সংকটাপন্ন। জিয়া উদ্দিন বলেন, “তার সাড়া দেওয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। প্রয়োজনে আবার অস্ত্রোপচার করতে হতে পারে।”

এ ঘটনায় আহত ইসলামের স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে রক্তনালি ছিঁড়ে যাওয়ায় প্রথমে পার্কভিউ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

মামুনের বন্ধু নিয়াজ মোর্শেদ জানান, “সে এখন ইশারায় যোগাযোগের চেষ্টা করছে। খুলির হাড় টুকরো হয়ে ভেতরে ঢুকে গিয়েছিল বলে জটিল অপারেশন করতে হয়েছে। ডাক্তার বলেছেন অবস্থার উন্নতি হলে এক মাসের মধ্যেই খুলিটি পুনরায় বসানো সম্ভব।”

সায়েমের এক সহপাঠী বলেন, “৭২ ঘণ্টা চলে গেছে এখনো লাইফ সাপোর্টে আছে তবে আগের থেকে কন্ডিশন একটু ভালো। সিটি স্ক্যান থেকে যা জানা গেছে। তার অবস্থা দেখে আমাদের কারো মন স্থির থাকছে না। খুব শান্ত স্বভাবের ছেলে সে, কখনো ঝামেলায় জড়াত না।”

গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটসংলগ্ন জোবরা এলাকায় এক ছাত্রী বাসার দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরদিনও কয়েক দফায় সংঘর্ষ চলতে থাকে, যাতে ৪২১ জন শিক্ষার্থী আহত হন।


এ জাতীয় আরো খবর...