ভারতীয় সিনেমার সাবেক অভিনেত্রী ও বিগ বস খ্যাত তারকা সানা খানের মা সাইদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় মৃত্যু হলো তার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সানা খান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর তথ্য জানিয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজিউন। আমার প্রিয় মা মিসেস সাইদা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করার পর মহান আল্লাহর কাছে চলে গেছেন।’
মঙ্গলবার নামাজে জানাজা শেষ হওয়ার পর সন্ধ্যায় দাফন সম্পন্ন হয় অভিনেত্রীর মায়ের। এর আগে সানা খান জানান, রাত ৯টা ৪৫ মিনিটে এশার নামাজের পর ওশিওয়ারা কবরস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মায়ের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রার্থনা আহ্বান করে লেখেন, ‘আমার মায়ের জন্য আপনাদের প্রার্থনা সহায়ক হবে।’
এদিকে মঙ্গলবার রাতে পাপারাজ্জিদের শেয়ারকৃত ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরে আবেগপ্রবণ সানা মায়ের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া দেখছিলেন। এ সময় তার পাশে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীও ছিলেন। কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকীর স্ত্রী মেহজাবীন কোটওয়ালা এবং গীতিকার জাভেদ আলীকেও সানার বাসভবনে গিয়ে শোকাহত পরিবারকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।
সাবেক এ অভিনেত্রী সবসময়ই মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এক বছর আগে মায়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।