সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন তারকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সম্প্রতি এমনই এক ভিত্তিহীন গুজবের শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তার মৃত্যুর খবরে হতবাক অনেকে। তবে মাহি নিজেই সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন
মাহি রোববার (২৯ জুন) ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি আছি, মরি নাইরে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানান দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেইজে ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এই শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এই গুজব ছড়িয়ে পড়ার পরপরই মাহি তার ভক্ত ও অনুসারীদের আশ্বস্ত করতে ফেসবুকে লেখেন, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।