রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

মিটফোর্ড হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় সংঘটিত লাল চাঁদ হত্যাকাণ্ডের ঘটনা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এ ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট সুযোগ রয়েছে।’

আজ (সোমবার, ১৪ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।’

প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে এবং আইনপ্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটি সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে বলেও মত দেন তিনি।


এ জাতীয় আরো খবর...