ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির দুই দিন পর আজ বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও একটি বক্তব্য পোস্ট করেন। নিজেদের বিজয় ঘোষণা করে তিনি বলেছেন, এই যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্রকে ‘কষে চড় মেরেছে’।
গত কয়েক দিন জনসমক্ষে দেখা যা্য়নি খামেনিকে। এমনকি কোনো বক্তব্যও ছিল না কোনো মাধ্যমে। এতে তার অবস্থান নিয়ে কৌতূহল ছিল বিভিন্ন মহরে। আজ সম্প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন তিনি।
আজ বিকেলে ইরানের আইআরআইবি নিউজ চ্যানেলে ভাষণে ইরানকে শক্তিশালী জাতি হিসেবে বর্ণনা করে খামেনি বলেন, আত্মসমর্পণ শব্দটি ইরানের অভিধানে নেই৷
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের জনগণ একাত্মতা দেখিয়েছে উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, ‘জনগণই আমাদের কণ্ঠস্বর।’খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছে। কারণ তারা এটা ভেবেছিল যে, এ যুদ্ধে হারলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।’