সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪, সন্দেহভাজন পলাতক

নিজস্ব প্রতিবেদক / ৪৬ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে গুলিবর্ষণে চারজন নিহত হয়েছেন। অ্যানাকোন্ডা শহরের আউল বারে এ ঘটনা ঘটে। শনিবার (২ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি এখনো পলাতক। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।

যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ) জানিয়েছে, তারা অ্যানাকোন্ডার একটি ব্যবস্থা প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাঠে নেমেছে।

আইনপ্রয়োগকারী কেন্দ্র বলেছে, “যদি তাকে দেখতে পান তাহলে তার কাছে যাবেন না। ৯১১ নম্বরে যোগাযোগ করুন।”

এছাড়া কর্মকর্তারা অ্যানাকোন্ডার বাসিন্দাদেরকে বাসায় অবস্থান করতে ও দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।

অ্যানাকোন্ডোর কাছাকাছি গ্রেনাইট কাউন্টির শেরিফের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছে, বন্দুকধারী টাই ডাই শার্ট, নীল জিন্স ও একটি কমলা ব্যান্ডানা পরেছে বলে জানানো হয়েছে।

মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট বলেছেন, তিনি বন্দুক হামলার প্রতিক্রিয়ায় নজর রাখছেন।

জানা যায়, ১৮৯৩ সালে অ্যানাকোন্ডার তামাশ্রমিকদের কাছে মদ বেচতে আউল বার প্রতিষ্ঠিত হয়েছিল। এটি অ্যানাকোন্ডার গুজটাউন এলাকায় অবস্থিত।


এ জাতীয় আরো খবর...