শেষ দিনে জমে ওঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন উত্তোলন। তবে ৬ বার তফসিল পুনর্বিন্যাস এবং দু’বার ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
নবীন শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবে না জেনে খুব খারাপ লাগছিলো। তবে গতকাল নির্বাচন কমিশন নতুন সিদ্ধান্ত নেয়ায় আমরা অংশগ্রহণ করতে পারছি। পাশাপাশি নিজেরাও প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করছি। এটা স্বপ্নের মতো। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে একদম নবীন, তাই সবার আদর ও ভালোবাসা নিয়ে নির্বাচন করতে চাই। বিশ্ববিদ্যালয়ে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটাই চাই।
চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর অনেকে রাজনীতিতে অনাগ্রহী থাকলেও নির্বাচন ঘিরে আবারও ক্যাম্পাসে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরেছে। ফলে ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়ছে।
এ পর্যন্ত বিভিন্ন পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৪৩২টি, যেখানে রাকসুর জন্য ৩৫৬টি ও সিনেটের জন্য ৭৬টি ফরম উত্তোলন করেছেন।
মনোনয়ন ফরম বিতরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। এ পর্যন্ত ৮৫০ জন প্রার্থীর ডোপ টেস্টের জন্য স্যাম্পল নেওয়া হয়েছে। এরইমধ্যে ৬৮৭ জনের ডোপ টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে।