সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন ১০ বিষয়ে একমত: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক / ৪১ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১৯তম দিনের মতো বৈঠক চলছে। আজ রোববার বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। আজকের আলোচনার বিষয় বস্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব।

বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন ১০টি বিষয়ে একমত হয়েছে। আরও ৭টি বিষয়ে আলোচনা এখনও অসম্পূর্ণ। আলোচনা চলবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য জাতীয় সনদের খসড়া আগামীকাল বিতরণ করা হবে বলেও জানান আলী রীয়াজ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, যাতে জাতীয় সনদে সবাই স্বাক্ষর করে।’

আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর...