সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কারেও কিছু হবে না

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। পাশাপাশি সহনশীলতাও থাকতে হবে। অন্যথায় শত সংস্কার করেও কিছু হবে না।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে ও জেল খেটেছে। কিন্তু এদের কথা কেউ কিছু বলছে না। এমনকি নিহত ওয়াসিমের নাম কোথাও আসে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮০ দিনের মধ্যে ১কোটি মানুষকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সেক্টরকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলেন বিএনপির এই নেতা।


এ জাতীয় আরো খবর...