লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ড. খন্দকার মারুফ হোসেন। একে ‘জীবনের সেরা মুহূর্ত’ হিসবেও বর্ণনা করেছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তার পোস্টে লিখেছেন, ‘আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
যা চিরকাল মনে রাখার মতো— জীবনের সেরা মুহূর্ত’।