শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

শরীরে দুর্গন্ধ দূর করার উপায় জেনে নিন

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

শরীরের গন্ধ কেবল অস্বস্তিদায়ক নয়; এটি আপনার স্বাস্থ্যের প্রতিচ্ছবি। শরীরে হঠাৎ দুর্গন্ধ হতে শুরু করলে তাই উপেক্ষা না করে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখুন। প্রয়োজনে জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন করুন। শরীরে দুর্গন্ধ হলে তা থেকে মুক্তি পেতে আপনাকে কিছু অভ্যাস মেনে চলতে হবে। যেগুলো নিয়মিত মেনে চললে অস্বস্তিদায়ক এই সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন। চলুন জেনে নেওয়া যাক শরীরের দুর্গন্ধ দূর করার টিপস-

পরিষ্কার থাকুন

সঠিক স্বাস্থ্যবিধি এই ক্ষেত্রে বিস্ময়কর কাজ করে। প্রতিদিন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে গোসল করুন এবং ঘামযুক্ত জায়গাগুলো পরিষ্কারের দিকে মনোযোগ দিন। বাইরে থেকে এসে গোসল করা সম্ভব না হলে অন্তত হাত-মুখ ভালো করে পরিষ্কার করুন।

অবাঞ্ছিত লোম পরিষ্কার

এটি ঘাম দ্রুত বাষ্পীভূত হতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়ার গন্ধ কমায়। তাই নিয়মিত শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার অভ্যাস রাখুন। এতে আপনার শরীরে দুর্গন্ধ সৃষ্টির ভয় কমবে।

আরামদায়ক কাপড় বেছে নিন

পোশাকের ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এমন কাপড়ের পোশাক বেছে নিতে হবে যা আরামদায়ক। সেইসঙ্গে পোশাক যেন ঢিলেঢালা হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। টাইট-ফিটিং পোশাক পরলে তাতে শরীরে আরও বেশি ঘাম তৈরি হতে পারে। সিন্থেটিক কাপড়ের বদলে সুতি বা আর্দ্রতা-শোষণকারী পোশাক দুর্গন্ধ সৃষ্টিকারী ঘাম কমাতে সাহায্য করে।

খাদ্যাভ্যাস সামঞ্জস্য করুন

দুর্গন্ধ সৃষ্টিকারী খাবার কমিয়ে দিন। হাইড্রেটেড থাকুন। আপেল, দই বা গ্রিন টি-এর মতো দুর্গন্ধ দূরকারী খাবার যোগ করুন। সেইসঙ্গে অতিরিক্ত মসলাদার খাবার থেকে দূরে থাকুন। বাড়িতে তৈরি হালকা মসলাদার খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে শরীরে দুর্গন্ধ অনেকটাই কম সৃষ্টি হবে।


এ জাতীয় আরো খবর...