শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে ‘কঠোর নজরদারির’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৬৭ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে কড়া নজরদারির আওতায় আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৯ জুন) দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে মাউশি কর্তৃপক্ষ এ নির্দেশনা দেয়। সোমবার (৩০ জুন) মাউশির নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনার চিঠি প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ জানুয়ারি এবং মাউশির ২০২০ সালের ২২ অক্টোবরের দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি নির্ধারিত নির্দেশিকা রয়েছে—’সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯’। এ নির্দেশিকা অনুসরণ না করে ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে বক্তব্য দিলে তা সরকারি চাকরিবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই সঙ্গে তা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’-এর আওতায় অসদাচরণ হিসেবেও বিবেচিত হবে।

চিঠিতে আরও বলা হয়, ২০২০ সালের ২২ অক্টোবর জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তির নির্দেশনাগুলোও এ ক্ষেত্রে কার্যকর থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানদের এ নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি ও মন্তব্যের উপর কড়া নজরদারি চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...