শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিগগির শুরু হচ্ছে সাত কলেজে ভর্তি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ঢাকার সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এ মাসেই শুরু হবে অনলাইন আবেদন গ্রহণ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, ভর্তি বিজ্ঞপ্তির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ বছর প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম পরিচালনা করবে নবপ্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।

অধ্যাপক ইলিয়াস আরও জানান, দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অক্টোবর মাস থেকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের ভর্তি প্রক্রিয়ায় ২০২৩ সালে এইচএসসি ও সমমান পাস করা শিক্ষার্থীদের জন্য ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার সুযোগ থাকছে বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি উল্লেখ করেন, আগামী বছর থেকে এই সুযোগটি বাতিল করা হতে পারে।

এদিকে, আগের নিয়ম অনুযায়ী সনাতন পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষায় প্রযুক্তিগত সহায়তার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত হলে বুয়েট প্রযুক্তি সহায়তা দেবে।

উল্লেখ্য, রাজধানীর সাত কলেজকে ঘিরে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া চলছে। গত মার্চে ইউজিসিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয় এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন শেষে অধ্যাদেশ জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এ জাতীয় আরো খবর...