গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে, এমন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। বিএনপির মহাসচিব বলেন, গুমের শিকার হওয়া লোকদের সন্তানররা বড় হয়েছে, কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিলো অভূত্থানের পর গুম হওয়াদের খোঁজ পাবো, কিন্তু এখনও কিছুই হয়নি।
তিনি বলেন, একটা বড় বিজয় অর্জন হয়েছে, যে বিষয়গুলো আমাদের পদে পদে কষ্ট দিচ্ছে তার এখনও সমাধান করতে পারিনি। বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষের পক্ষে রয়েছে বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিগত সময়ের গুম-খুনের বিচার তরান্বিত করার জন্য নির্বাচন চায় বিএনপি।