রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

শেখ হাসিনা পালানোর আগে স্বজনদের ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন: আলাল

নিজস্ব প্রতিবেদক / ৩৮ বার
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর আগে শেখ হাসিনা স্বজনদের ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ওই প্রতিবাদী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণজাগরণ দল।

সমাবেশে বক্তব্যকালে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা পালানোর আগে স্বজনদের ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন এই তথ্য কোনো গণমাধ্যমে আসেনি। অথচ এই তথ্যটি আরও বেশি বেশি প্রচার হওয়া দরকার ছিল।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিল যে, তোমরা যে যেভাবে পার দেশ ছেড়ে চলে যাও। দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয়-স্বজন গ্রেপ্তার হয়নি। সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে।

দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এজন্য যারা আন্দোলনের সঙ্গে ছিল এবং যে যুবকরা নতুন দল গঠন করেছে, তাদের সংশোধন হওয়ার জন্য বলি, এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। এ আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, তাদের মাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। শুধু ছাত্রদের আন্দোলন না এবং এর পেছনে প্রেরণা ও শক্তি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বে যে জোট, সেই জোট ছিল এর পেছনের শক্তিদাতা।

গণঅভ্যুত্থানে বিএনপিতে শহিদের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে বেশি শহিদের সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি আহতের সংখ্যাও বিএনপিতে, সবচেয়ে বেশি গুমের সংখ্যাও বিএনপিতে কিন্তু আমরা এই কৃতিত্বের দাবি করি না।


এ জাতীয় আরো খবর...