শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে এ কথা জানায় দলটি।

খেলাফত মজলিসের নেতারা বলেন, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। নির্বাচনব্যবস্থা সংস্কারে নির্বাচনে অর্থ ও পেশিশক্তির দাপট বন্ধে স্থায়ী বন্দোবস্ত থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ১৬ বছর ধরে লুটপাট, গুম, হত্যা, নির্যাতন ও গণহত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ চূড়ান্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্নের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে ঐক্যের ওপর জোর দিয়ে খেলাফত মজলিসের নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি যাতে আর সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক ইসলামি শক্তির সুদৃঢ় ঐক্য অটুট রাখতে হবে।

খেলাফত মজলিস মনে করে, প্রয়োজনে আসনভিত্তিক সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের চেতনা সুরক্ষার স্বার্থে এই ঐক্যের বিকল্প নেই।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। বৈঠক সঞ্চালনা করেন, মহাসচিব আহমদ আবদুল কাদের।


এ জাতীয় আরো খবর...