শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

‘সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ-উৎসবমুখর হবে’

নিজস্ব প্রতিবেদক / ১৮ বার
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ডিএমপি হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে রাজস্ব খাতে ক্রয়কৃত ২০টি নতুন গাড়ি (ডাবল কেবিন পিকআপ) হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫০টি থানার মধ্যে একটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং আরও দুটি থানা শিগগিরই স্থাপন করা হবে। বাকি থানাগুলোও পর্যায়ক্রমে স্থাপন করা হবে।

ঝটিকা মিছিল ও নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকানো যাচ্ছে না কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভ্যাস পরিবর্তনে সময় লাগে। তবে মিছিলের সংখ্যা কমছে। অতীতে ২৪০ জনকে হাতেনাতে ধরার পর এ ধরনের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তিনি জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান এবং বিশ্বাস প্রকাশ করেন যে, সবার সহযোগিতায় এ ধরনের কার্যকলাপ পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশ এখন নির্বাচন মোডে প্রবেশ করায় অপরাধ প্রবণতা কমে আসবে, তবে রাজনৈতিক দলের কার্যকলাপ বাড়বে। নির্বাচনের জন্য প্রধান অংশীজন হলো নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো। তবে জনগণই সবচেয়ে বড় ফ্যাক্টর।

তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচন সম্পর্কে অত্যন্ত সচেতন। চায়ের দোকানেও নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, যা আগামী দিনে আরও বাড়বে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর...