রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

সহকর্মীর গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ভারতে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলার রক্ষার ডিউটি করার সময় দুই বিএসএফ জওয়ানের মধ্যে বিবাদের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিএসএফ কনস্টেবলের। পুলিশ জানায়, মৃত ওই বিএসএফ জওয়ানের এর নাম রতন লাল সিং (৪০)। তাঁর বাড়ি রাজস্থানে। খবর দৈনিক আজকাল।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এন কে পাণ্ডে জানিয়েছেন, ‘অভিযুক্ত এবং মৃত কনস্টেবল সামশেরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিযুক্ত ছিলেন।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে এর বেশি আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়।

তিনি বলেন, ‘বিএসএফ যেমন লিখিত অভিযোগ দেবে তার ভিত্তিতে তদন্ত হবে। আমরা এখনও জানি না যে ইনসাস রাইফেল থেকে গুলি করার অভিযোগ উঠেছে, সেটি থেকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে গুলি চালানো হয়েছে।’ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই মৃত বিএসএফ জওয়ানের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, ‘বিএসএফ যেমন লিখিত অভিযোগ দেবে তার ভিত্তিতে তদন্ত হবে। আমরা এখনও জানি না যে ইনসাস রাইফেল থেকে গুলি করার অভিযোগ উঠেছে, সেটি থেকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে গুলি চালানো হয়েছে।’ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই মৃত বিএসএফ জওয়ানের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 


এ জাতীয় আরো খবর...