ইয়েমেনের রাজধানী সানায় চালানো এক ভয়াবহ বিমান হামলায় বিদ্রোহী হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী নিহত হয়েছেন। হুথি পরিচালিত সংবাদমাধ্যম এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে এবং তাদের প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, সানার একটি সুরক্ষিত এলাকায় হুথি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি গোপন বৈঠক চলাকালীন অত্যন্ত নিখুঁতভাবে হামলাটি চালানো হয়। এই ঘটনায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হতাহত হয়েছেন বলে জানা গেলেও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের ক্রমাগত হামলার জবাবে এই আক্রমণ চালানো হতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান সুবিদিত। এই হত্যাকাণ্ড ইয়েমেন যুদ্ধকে নতুন এবং আরও বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে। হুথি বিদ্রোহীরা প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে থাকে। এই ঘটনার পর লোহিত সাগরসহ পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।