সন্ত্রাস দমন আইনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এ বিষয়ে তালেবুর রহমান বলেন, সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে নামগুলো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনে আরও তথ্য জানানো হবে।
উল্লেখ্য, গ্রেপ্তার তামান্না নুসরাত বুবলী একসময় দলীয় নারী নেতৃত্বে বেশ সক্রিয় ছিলেন এবং তিনি প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পরিবারের সদস্য। অপরদিকে ফয়জুর রহমান বাদলও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দলে সুপরিচিত মুখ।